ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে ডিএসইতে দাম বাড়ার থেকে দাম কামার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের ১১ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ১৯ পয়েন্ট। তবে বেলা ১১টার পর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। এতে এক পর্যায়ে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। অবশ্য লেনদেনের শেষদিকে আবার দরপতনের তালিকা থেকে কিছু প্রতিষ্ঠান বেরিয়ে আসে। এতে একদিকে দাম বাড়ার তালিকা বড় হয়। অন্যদিকে সবটি সূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়। একই সঙ্গে বাড়ে লেনদেনের পরিমাণ।

অর্থনীতি বিভাগের সব খবর

উত্তরা ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম

উত্তরা ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম

সম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেছেন মো. রেজাউল করিম। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। মো. রেজাউল করিম ১৯৯৬ সালে প্রবেশনারী অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, বিভিন্ন জোনের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেন।  তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। -বিজ্ঞপ্তি

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের  চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের  চেয়ারম্যান পুনর্নির্বাচিত

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৮৮তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়। ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন।

পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজারে বড় দরপতন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৪০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ১০৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কর্মদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমেরিকা নতুন করে স্যাঙ্কশন দিচ্ছে এবং লভ্যাংশের ওপর সরকার কর আরোপ করতে যাচ্ছে; এই গুজবে বড় দরপতন হয়েছে। নাম না প্রকাশের শর্তে ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, আমেরিকা নতুন করে স্যাংশন দিচ্ছে, এই গুজব মঙ্গলবার সকাল থেকে ব্রোকার হাউসগুলোতে ছড়িয়ে পড়ে। এ গুজবকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে শেয়ার বিক্রির চাপ তৈরি হয়। এই শেয়ার বিক্রির চাপে বড় দরপতন হয়েছে। ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেন শুরু হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। এই অবস্থা চলে দুপুর পৌনে একটা পর্যন্ত। এরপর ব্রোকার হাউসগুলোর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে আমেরিকা নতুন করে স্যাঙ্কশন দিচ্ছে। আসছে বাজেটে লভ্যাংশের ওপর করারোপ করা হচ্ছে; এমন গুজবে লেনদেনের শেষ দেড় ঘণ্টায় দরপতন হয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস তৈরি

বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস তৈরি

ঢাকার  কামরাঙ্গীরচর এলাকার একজন ক্ষুদ্র উদ্যোক্তা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ ও উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে বাংলাদেশে প্রথমবারের মতো সাশ্রয়ী ফুটপাত টাইলস তৈরি করেছেন। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা নাজির হোসেন আজ বাসসকে বলেছেন,‘আমি ইতোমধ্যে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে এক হাজার টুকরা টাইলস তৈরি করেছি।...আমি খুবই আশাবাদী যে এই টাইলস বাণিজ্যিকভাবে কার্যকর হবে, কারণ এটি সিরামিক টাইলসের তুলনায় সাশ্রয়ী ও টেকসই।’ ‘প্লাস্টিক দূষণের সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিবেশ মেলা ২০২৩’ এ প্রদর্শনের মাধ্যমে এই প্লাস্টিক টাইলস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্ভাবনটি দেশের বর্জ্য বিশেষজ্ঞদের একটি নতুন ধারণা দেবে বলে মনে করা হচ্ছে। যারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্যে মরিয়া হয়ে টেকসই সমাধান খুঁজছেন যখন শুধুমাত্র ঢাকায় প্রতিদিন প্রায় ৬৫০ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

সোনার অলংকার বিক্রিতে ৫ শতাংশ ভ্যাট কমানোর দাবি বাজুসের

সোনার অলংকার বিক্রিতে ৫ শতাংশ ভ্যাট কমানোর দাবি বাজুসের

এখন সোনার অলংকার কিনতে গেলে ক্রেতাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এতে করে এক ভরি সোনার অলংকার কিনতে লাখ টাকার ওপরে লাগছে। যা সাধারণ ক্রেতার ওপর বোঝা হয়ে দাঁড়ায়। তাই ভ্যাট ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সহ-সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক ও স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের ভাইস চেয়ারম্যান সমিত ঘোষ অপু, স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন সদস্য সচিব পবন কুমার আগরওয়াল প্রমুখ। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলস সংশোধন এনেছে সরকার। সংশোধিত ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন যাত্রী ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার বাংলাদেশে আনতে পারবেন। আগে ২৩৪ গ্রাম ওজনের দুটি বার আনতে পারতেন। সংশোধিত ব্যাগেজ রুলকে যুগান্তরকারী পদক্ষেপ জানিয়ে সংবাদ সম্মেলনে বাজুস জানায়, এদেশে সোনা চোরাচালান এবং মুদ্রা পাচার অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কারণ ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে এর আগে অবাধে সোনার বার বা পি- বিদেশ থেকে দেশে প্রবেশ করছে। চোরাচালানের মাধ্যমে বিদেশে পাচার হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় ব্যবসায়ীরা। একই সঙ্গে এই পদক্ষেপ বৈধভাবে সোনা আমদানিতে উৎসাহিত করবে। সোনার বারের মতো ব্যাগেজ রুলের আওতায় অলংকার-গহনা আনার সীমা ১০০ থেকে কমিয়ে ৫০ গ্রাম করার প্রস্তাব করেছে বাজুস। স্থানীয় সোনা শিল্পীদের স্বার্থরক্ষার পাশাপাশি স্থানীয় জুয়েলারি শিল্পের দিকে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করতে এ দাবি জানিয়েছে সংগঠনটি। সরকারের সর্বশেষ সংশোধিত নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের সোনার বার্ষিক চাহিদা প্রায় ৪০ টন।

জনতা ব্যাংকের আরও চার ঋণখেলাপি গ্রেপ্তার

জনতা ব্যাংকের আরও চার ঋণখেলাপি গ্রেপ্তার

ব্যাংক থেকে ঋণ নিয়ে নানা ছুতোয় যেসব গ্রাহক দিনের পর দিন ঋণের কিস্তি পরিশোধ করেননি, এবার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংক থেকে বার বার তাদাগা দেওয়ার পরও কিস্তি না দিয়ে খেলাপিরা এতদিন ধরে নিয়েছিলেন ব্যাংকের টাকা আর ফেরত দিতে হবে না। এসব ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে জনতা ব্যাংক। সম্প্রতি ঢাকার নওয়াবগঞ্জ শাখা, দিনাজপুরের হিলি স্থল বন্দর শাখা, দিনাজপুর মেডিক্যাল কলেজ রোড শাখা, পঞ্চগড়ের দেবীগঞ্জ শাখার মোট চার খেলাপী গ্রাহক গ্রেপ্তার হয়েছেন। এর আগে জনতা ব্যাংকের বেশকিছু খেলাপি গ্রাহক গ্রেপ্তার হন। আদালত ও ব্যাংক সূত্রে জানা গেছে, নওয়ারগঞ্জ শাখার গ্রাহক সাজা এন্টারপ্রাইজের মালিক মো. এনামুল হক ব্যাংকের ৩৪ লাখ টাকা পরিশোধ না করে নানা ছুতোয় সময় ক্ষেপণ করছিলেন। বিতরণ করা ঋণের টাকা না পেয়ে পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতে ৬৮০/২০২০ নং অর্থজারি মামলা দায়ের করে। আদালত মামলার নথি পর্যালোচনা করে সাজা এন্টারপ্রাইজের মালিক মো. এনামুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সম্প্রতি হাজারিবাগ থানা পুলিশ এক অভিযানের মাধ্যমে এনামুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

বাজেটের পর শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে মূল্যসূচক। তবে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই সবকটি সূচকের বড় উত্থান হয়। কিন্তু লেনদেনের শেষদিকে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ১০০টির দাম কমেছে।