ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সুখবর, ৩০ বিলিয়নের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রকাশিত: ০৯:০০, ১৭ জুলাই ২০২৫

সুখবর, ৩০ বিলিয়নের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

৩০ বিলিয়নের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ । বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার বা ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকে নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এর আগে গত ৩ জুলাই পর্যন্ত দেশে মোট রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

তাসমিম

×