ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের অন্যায়কারীরা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৪৫, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জের অন্যায়কারীরা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না—সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তারা অবশ্যই গ্রেফতার হবে। এ বিষয়ে কারো প্রতি কোনও ধরনের নমনীয়তা দেখানো হবে না।”

এ সময় এক প্রশ্নে জানতে চাওয়া হয়, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এ ধরনের সহিংসতার কোনো আগাম তথ্য ছিল কি না। জবাবে উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে এত বড় পরিসরে ঘটনা ঘটবে—সে বিষয়ে নির্দিষ্ট তথ্য ছিল না।”

এনসিপির অভিযোগ প্রসঙ্গে—যেখানে তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—উপদেষ্টা বলেন, “প্রত্যেকেই নিজের মত করে কথা বলতে পারে। যার যা মত, সে তা বলতেই পারে।”

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি বলেন, “গতকালও (১৬ জুলাই) আমি ওখানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

শিহাব

×