ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও মিথ্যাচারের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

মো. বেল্লাল নাফিজ, ভোলা

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৮, ১৭ জুলাই ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও মিথ্যাচারের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ভোলায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকার ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ভোলা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেদাউসের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপি, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু প্রমুখ।এসময় বক্তারা বলেন, দৃশ্য অদৃশ্য দেশ বিরোধী শক্তির ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশ করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে। তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।

বক্তারা আরও বলেন, “তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের রত্ন। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার জবাব কঠোর হাতে দেওয়া হবে। ইনশাআল্লাহ তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

রাজু

×