ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বান্দরবানের লামায় পর্যটনকেন্দ্র ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ০০:৫২, ১৮ জুলাই ২০২৫

বান্দরবানের লামায় পর্যটনকেন্দ্র ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার 

বান্দরবানে লামা উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ম.মঈন উদ্দিন।

এর আগে গত ১০ জুলাই ভৈরবী আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, লামা উপজেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ১৭ জুলাই থেকে সব পর্যটনকেন্দ্র-রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

উল্লেখ্য, গত ১০ জুলাই বৈরী আবহাওয়ার ও ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে প্রাণহানির ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ করা হয়।

Mily

×