
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘ফ্রি ইন্টারনেট ডে’। এদিন দেশের সকল মোবাইল ফোন ব্যবহারকারী বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ থাকবে ৫ দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় এবং বিটিআরসির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের চারটি মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
ব্যবহারকারীদের নিজ নিজ অপারেটর অনুযায়ী নির্ধারিত কোড ডায়াল করতে হবে। একবার ডায়াল করলেই নির্ধারিত ১ জিবি ডেটা যুক্ত হবে।
-
গ্রামীণফোন: *121*1807#
-
রবি: *4*1807#
-
বাংলালিংক: *121*1807#
-
টেলিটক: *111*1807#
এই সুযোগ একবারের জন্য প্রযোজ্য এবং ডেটার মেয়াদ থাকবে ৫ দিন।
আবির