ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের ফলাফল জেনে এখন পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছেন: দুলু

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ২০:৫১, ১৭ জুলাই ২০২৫

নির্বাচনের ফলাফল জেনে এখন পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছেন: দুলু

ছবি: সংগৃহীত

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, "সরকার বুঝে গেছে আসন্ন নির্বাচনে তাদের ফলাফল ভালো হবে না। তাই এখন অনেকেই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোটের চিন্তা করছে। তবে সেই আশা পূরণ হবে না।"

তিনি বলেন, “ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তা ইতিমধ্যেই রাজনৈতিক আবহ তৈরি করেছে। জনগণের মধ্যে বার্তা পৌঁছে গেছে—এই সরকার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। অথচ এখনো তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশ চালাচ্ছে।”

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে দেশের অবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশে নতুন করে ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটেছে। আমরা এর জ্বলন্ত উদাহরণ গোপালগঞ্জে দেখেছি। প্রশাসনের প্রতিটি স্তরে ক্ষমতা কায়েম করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব হাসান আলী, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আসিফ

×