ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে, আগাম তথ্য ছিল না ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে, আগাম তথ্য ছিল না ॥ স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি যে এত খারাপ হবে, সে তথ্য ছিল না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা এই কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এনসিপির নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি, সে বিষয়টি আপনি কীভাবে দেখছেন? প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।
ভবিষ্যতে সরকার কী করবে? এ প্রশ্নে তিনি বলেন, আমরা তো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ঘুরে বুধবার গোপালগঞ্জে ছিল এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি। এদিন দুপুর ২টার পর পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে কর্মসূচি শুরু হয়। তবে সভা শুরুর আগে সমাবেশ মঞ্চে এক দফা হামলা হয়। অভিযোগ করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা এ হামলা করেছে। অবশ্য হামলার পরও সমাবেশে যোগ দেন এনসিপির নেতারা।

এদিকে সমাবেশ শেষ হওয়ার পর ফের হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় এনসিপির গাড়িবহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতারা। কিছু সময় পর সেনাবাহিনীর পাহারায় গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাত্রা করেন তারা।
দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে চারজন নিহত হন। 
এনসিপি নেতারা অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন জয়বাংলা স্লে­াগান দিয়ে হামলা করেছে।

প্যানেল হু

×