ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে না : প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:১২, ১৭ জুলাই ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে না : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , দেশে পরিকল্পিত ভাবে সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করার যড়যন্ত্র চলছে । তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন , নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। 

বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে দিনব্যাপী পৃথক পৃথকভাবে বিএনপির বিভিন্ন অঙ্গসংঠনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।

ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল , দুপুরে জাতীয়তাবাদী তাঁতী দল ও বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময় সভায় ধোবাউড়া  উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

মতবিনিময় সভাসমূহে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন , অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপে জাতিকে চরম বিপদগ্রস্ত করতে পরে । সেজন্য তাদেরকে পরীক্ষামূলক কোনো পদেক্ষেও বা সিদ্ধান্ত নয় ,বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে । নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে না । তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে । এতদিনে অনেক সংস্কার হয়ে যেতো উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলক ভাবে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করে নির্বাচন বিলম্বিত করার যড়যন্ত্র করা হচ্ছে কী না , তা বড়  প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে । তিনি পুরাতন ঢাকার সোহাগ হত্যাকান্ড এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যের উল্লেখ করে বলেন, এসব ঘটনা নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি করছে । 

তিনি বলেন, কয়েকটি  রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অনৈক্য সৃষ্টি করছে । এই সুযোগে ফ্যসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে । দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে । 

তিনি বলেন ,বিএনপি বিগত দিনে  সারা দেশে পুলিশের প্রটেকশনে থাকা আওয়ামী লীগ এর সশস্ত্র সন্ত্রাসীদের  মোকাবেলা করে ফ্যসিবাদী দমন নিপিড়ন উপেক্ষা করে আন্দোলন করেছে । ফ্যাসিস্টের কাছে মথা নত করে নাই ।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারী দুষ্কৃতীকারীদের অবিলম্বে আটক করার আহ্বান জানান । ফ্যাসিস্টদের প্রশ্নে কোনো ছাড় নাই । তিনি এনসিপির নেতারা বক্তব্যে ও কর্মকাণ্ডে অপরিপক্বতার পরিচয় দিচ্ছে । এজন্য সেনা যানে তাদের ফিরে আসতে হয়েছে । এতে তাদের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে , তেমনি গণ অভ্যুত্থানের শক্তিকে হোচট খেতে হয়েছে । 

তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ,জাতীয়তাবাদী তাঁতী দল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ড পর্যায়ে স্ব স্ব সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান । 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মনিক,সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ,যুগ্ম আহবায়ক আবদুল কুদ্দুস ,মাহবুব উল আলম বাবুল , আবদুল মোমেন শাহীন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক ইমরান হোসাইন , সদস্য সচিব কামরুল হাসান সুমন ,উপজেলা তাঁতী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক ,সদস্য সচিব শামীম ইসলাম , উপজেলা তাঁতী দলের আহবায়ক উসমান গণি,সদস্য সচিব হাসান শাহ প্রমুখ।

Jahan

×