ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ঢাবির হল রক্ষায় ছাত্রদের প্রতিরোধ—স্মরণে ১৭ জুলাইয়ের সাহসিকতা

প্রকাশিত: ০১:২৪, ১৮ জুলাই ২০২৫

ঢাবির হল রক্ষায় ছাত্রদের প্রতিরোধ—স্মরণে ১৭ জুলাইয়ের সাহসিকতা

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৭ জুলাই—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এদিন বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা গড়ে তোলে প্রতিবাদ। ছাত্রলীগকে হল থেকে সরিয়ে দেয়ার পর, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে উল্টো নির্দেশ আসে—হল খালি করে দিতে হবে।

এই প্রেক্ষাপটে শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের কোণঠাসা করার চেষ্টা। পুলিশ উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এমনকি একটি গায়েবানা জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপরও চালানো হয় বেপরোয়া হামলা।

তবে তখনকার আন্দোলনরত ছাত্ররা ছিলেন অদম্য। জীবন ও নিরাপত্তার ঝুঁকি থাকলেও তারা সিদ্ধান্ত নেন—সর্বশক্তি দিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলো রক্ষা করবেন। ঢাবির সাধারণ শিক্ষার্থীদের সেই আত্মত্যাগ, সাহসিকতা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ আজও অনুপ্রেরণার স্মারক হয়ে আছে।

গত বছরের এই ঘটনার স্মরণে এক আবেগঘন পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ফেসবুক পেইজে তিনি লেখেন,

“১৭ জুলাই - ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের সন্ত্রাসীমুক্ত করার পর সাধারণ শিক্ষার্থীদের কোনঠাসা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় হল খালি করে দেওয়ার নির্দেশনা দেয় স্বৈরাচারী সরকার। এমনকি গায়েবানা জানাজায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উপর অবাধে হামলা চালায় পুলিশ বাহিনী। কিন্তু ছাত্ররা নিজেদের সর্বশেষ শক্তি দিয়ে হলেও হল রক্ষায় প্রস্তুত ছিলো।”

এটি ছিল একটি প্রতীকী মুহূর্ত—যেখানে শিক্ষার্থীরা দেখিয়েছিল, ভয় আর নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ রোধ করা যায় না। সেদিনের সেই দৃশ্য আজও ঢাবি ক্যাম্পাসের দেয়ালজুড়ে লেখা থাকে সাহসের গল্প হিসেবে।

 

শেখ ফরিদ

×