ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি ॥ সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৩২, ১৮ জুলাই ২০২৫

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি ॥ সালাহউদ্দিন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

সারাদেশে মবোক্রেসির রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে যুবদলের মিছিলপূর্ব বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশ শেষে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুবদলের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট ও মৎস্যভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
সালাহউদ্দিন বলেন, বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে।  ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এ সরকারের সফলতা কামনা করেছি। আমরা এ সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা প্রদান করেছি, কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। কারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা? এর জবাব হচ্ছে, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃংখলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।
সালাহউদ্দিন বলেন, বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা এসব করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায়, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করতে চায়, তারাই বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করতে চায়।
সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় এ সরকারের সফলতা কামনা করেছি। সব সময় সর্বতোভাবে সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে। সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, বাংলাদেশ ফ্যাসিবাদের প্রত্যাবাসন, পুনর্বাসন চায় এবং যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই এগুলো করছে।
নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই, এই অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটির নিরপেক্ষতা যেন সারা পৃথিবীর কাছে একটি জ্বলন্ত উদাহরণ হয়। এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করব।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

প্যানেল হু

×