
ছবি: সংগৃহীত
রাজপথে আবারো উত্তেজনার আবহ। স্লোগানে স্লোগানে গর্জে উঠছে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশের রাজপথ। নিজের ফেসবুক স্ট্যাটাসে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিলেন শান্তির বার্তা, আর স্মরণ করলেন অতীতের কিছু আগুনঝরানো স্লোগান।
এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক লিখেছেন, "স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা ও দেশের রাজপথ। পাল্টা পাল্টি স্লোগানের শান্তিপূর্ণ প্রতিবাদের রাজনীতিই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ চায়।"
তবে তিনি এটাও উল্লেখ করেন যে, অতীতে যেসব স্লোগান রাজপথে শক্তি ও প্রতিরোধের প্রতিচ্ছবি ছিল, বর্তমানে সেগুলো আর শোনা যায় না। নিজের প্রিয় স্লোগানগুলো উল্লেখ করে ইশরাক লিখেছেন— “একটা গুলি চললে, ১০টা গুলি চলবে।” “একটা বোমা ফাটলে, পাল্টা বোমা ফাটবে।”
তার ভাষায়, “শেষের দিকে এই স্লোগানগুলাই সবচেয়ে উপযুক্ত মনে হতো।”
এই বক্তব্যে বোঝা যায়, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বানের মাঝেও তিনি স্মরণ করছেন আন্দোলনের সেই সময়গুলোকে, যখন পাল্টা প্রতিরোধ ছিল প্রতিবাদের প্রধান হাতিয়ার।
ইশরাকের এই স্ট্যাটাস ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ দেখছেন এটি অতীতের একটি বাস্তবতার স্মারক হিসেবে, আবার কেউ বলছেন, এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রতিবাদ-প্রতিরোধের মনোবল ফিরিয়ে আনার একটি সংকেত।
আসিফ