
ছবি: সংগৃহীত
বিশ্বে সরাসরি বড় কোনো যুদ্ধ এখন না থাকলেও অস্ত্র কেনার প্রতিযোগিতা থেমে নেই। নানা কৌশলগত ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিভিন্ন দেশ আজ লাখ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক যুদ্ধসরঞ্জাম কিনছে। কেউ চাইছে টিকে থাকতে, কেউ চাইছে আধিপত্য প্রতিষ্ঠা করতে। আসুন, জেনে নিই বিশ্বের শীর্ষ ১০টি অস্ত্র আমদানিকারক দেশের গল্প—
১. ইউক্রেন
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তাদের অস্ত্র আমদানি বেড়েছে ১০০ গুণেরও বেশি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে মিলছে ট্যাংক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। বলা যায়, এটা ইউক্রেনের জন্য বাঁচা-মরার যুদ্ধ।
২. ভারত
চীন ও পাকিস্তানের হুমকির মুখে ভারত চালাচ্ছে ব্যাপক সামরিক আধুনিকায়ন। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইসরাইল—সবাই ভারতকে সরবরাহ করছে যুদ্ধবিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের বার্তা স্পষ্ট: যদি লড়াই হয়, জিততেই হবে।
৩. কাতার
ছোট্ট হলেও কাতার বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইতালি থেকে কিনছে আধুনিক যুদ্ধবিমান, নৌযান, ক্ষেপণাস্ত্র। উদ্দেশ্য, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মাঝে নিজেদের অবস্থান সুসংহত করা।
৪. সৌদি আরব
বিশ্বের অন্যতম বড় সামরিক ব্যয়কারী সৌদি আরব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে আসছে জেট ফাইটার, ক্ষেপণাস্ত্র, এবং নানা রকম সাজো-সাজান। মধ্যপ্রাচ্যের স্থায়ী অস্থিরতা মোকাবেলায় প্রস্তুত হতে চাইছে রিয়াদ।
৫. পাকিস্তান
ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি বৈরিতা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট মোকাবেলায় পাকিস্তানও অস্ত্র আমদানিতে সক্রিয়। চীন মূল সরবরাহকারী হলেও তুরস্ক ও রাশিয়ার কাছ থেকেও সমর্থন পাচ্ছে ইসলামাবাদ।
৬. জাপান
পূর্ব এশিয়ায় উত্তেজনার পারদ বাড়ছে, সেই পরিস্থিতিতে আত্মরক্ষায় মনোযোগী জাপান। যুক্তরাষ্ট্র থেকে আনছে উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ। তাদের অবস্থান—শান্তি চাই, তবে প্রস্তুতিও থাকতে হবে।
৭. অস্ট্রেলিয়া
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সাবমেরিন, ফাইটার জেট, ও ক্ষেপণাস্ত্র কিনছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে মিলছে এসব সরঞ্জাম।
৮. মিশর
ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও নৌযান কিনছে মিশর। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সংযোগস্থলে কৌশলগত অবস্থান ধরে রাখতে চাইছে তারা।
৯. চীন
বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হলেও চীন কিছু কিছু উন্নত প্রযুক্তি আমদানি করে থাকে। যুক্তরাজ্য, ইসরাইল ও জার্মানি থেকে আনে সেন্সর, কম্পোনেন্ট ও সাব-সিস্টেম। কারণ প্রযুক্তির শীর্ষে থাকতে হলে সর্বোচ্চ মানের যন্ত্রপাতি প্রয়োজন।
১০. কুয়েত
উপসাগরীয় অঞ্চলের অনিশ্চয়তা মোকাবেলায় কুয়েত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে সংগ্রহ করছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও সামরিক সাজো।
শেখ ফরিদ