ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কবরের পাশে ফুল গাছ লাগানো জায়েজ কিনা—ইসলামের নির্দেশনা কী বলছে?

প্রকাশিত: ০৪:৩১, ১৮ জুলাই ২০২৫

কবরের পাশে ফুল গাছ লাগানো জায়েজ কিনা—ইসলামের নির্দেশনা কী বলছে?

ছবি: সংগৃহীত

যে জন্মেছে সে মরবেই—এটাই আল্লাহ তাআলার শাশ্বত ও চিরন্তন বিধান। আর মৃত্যুর পর আখিরাতের প্রথম ধাপ হলো কবর। এ সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত উসমান (রাদিয়াল্লাহু তাআলা আনহু) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, “কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আজাব থেকে মুক্তি পাবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যে মুক্তি পাবে না, তার জন্য পরবর্তী ধাপগুলো হবে আরও কঠিন।”

এই প্রেক্ষিতে অনেকেই কবরের পাশে বা আশেপাশে ফুল গাছ লাগান—সৌন্দর্য বর্ধনের জন্য কিংবা মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে। কিন্তু ইসলাম কী বলে এই বিষয়ে?

কবরের উপর সরাসরি গাছ লাগানো
ইসলামী শরিয়তের নির্দেশনা অনুযায়ী, কবরের উপর সরাসরি গাছ লাগানো নিরুৎসাহিত করা হয়েছে। এতে কবরের কাঠামোতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং এটি মৃতের প্রতি অতিরিক্ত আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হতে পারে।

কবরের পাশে বা আশেপাশে ফুল গাছ লাগানো
কবরের আশেপাশে ফুল গাছ লাগানো জায়েজ, যদি তা শুধু সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে করা হয়। তবে যদি এই কাজটি মৃত ব্যক্তির প্রতি সম্মান বা পূজার মানসিকতা থেকে করা হয়, তাহলে তা নিষিদ্ধ বলে গণ্য হবে।

কবরস্থানের ওয়াকফ জমি ব্যবহার
কবরস্থানের জন্য ওয়াকফকৃত জমি যদি খালি পড়ে থাকে, তা অন্য কোনও কাজে ব্যবহার করা নাজায়েজ। তবে সেখানে ফুল ও ফলের গাছ লাগানো জায়েজ, যতক্ষণ পর্যন্ত দাফন কাজে অসুবিধা না হয় এবং কবরের উপর দিয়ে যাতায়াত করতে না হয়।

কুসংস্কার ও ভুল ধারণা
আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এক ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে—যেমন, কবরস্থানের গাছের ফুল বা ফল ব্যবহার করলে অঘটন ঘটতে পারে কিংবা শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে। ইসলামের দৃষ্টিতে এইসব ভ্রান্ত ধারণার কোনও ভিত্তি নেই।

 

শেখ ফরিদ 

×