ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের ফেরার পর ১,৫৬৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ জুলাই ২০২৫

ট্রাম্পের ফেরার পর ১,৫৬৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ছয় মাসেই ১,৫৬৩ ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত এই বিপুল সংখ্যক ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই বাণিজ্যিক ফ্লাইটে ভারতে এসেছেন।

ভারতীয় সরকারের ভাষ্যমতে, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানে ছিলেন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়।

এক বিবৃতিতে জানানো হয়, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছি, তবে প্রত্যেক নাগরিককে ফিরিয়ে নেওয়ার আগে অবশ্যই তার নাগরিকত্ব যাচাই করা হয়।”

Pew Research Centre–এর এক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৭,২৫,০০০ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন, এই সংখ্যা মেক্সিকো ও এল সালভাদরের পরই সর্বাধিক।

এছাড়াও ট্রাম্প প্রশাসন ভিসা পাওয়া নাগরিকদের প্রতিও সতর্ক করেছে। ভিসা দেওয়ার পরেও নিয়মিত স্ক্রিনিং চলবে এবং কোনো আইনভঙ্গ ঘটলে ভিসা বাতিল করে দেওয়া হতে পারে।

সম্প্রতি, ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোর থেকে ভারতীয় এক নারী ১.১ লক্ষ টাকার পণ্য চুরি করায় তাকে আটক করে মার্কিন পুলিশ। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়, ডাকাতি বা চুরির মতো অপরাধ ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য করে তুলতে পারে।

দূতাবাস পরামর্শ দিয়েছে, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অবশ্যই আইনশৃঙ্খলা মেনে চলতে হবে, অন্যথায় ভিসা বাতিল হতে পারে এবং পুনরায় প্রবেশ নিষিদ্ধ হতে পারে।”

মুমু ২

×