
ছবি: জনকণ্ঠ
টঙ্গীর দত্তপাড়া দীঘিরপাড়ে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে কোরানে হাফেজ কামরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল।
পুলিশ জানায়, শনিবার টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজ স্ত্রীর সাথে পরকীয়ার জেরে কোরানে হাফেজ কামরুলকে মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে সাব্বির। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কামরুলের বড় ভাই কামাল টঙ্গী পূর্ব থানায় সাব্বির ও তার পরকীয়া স্ত্রী সুলতানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে সাব্বিরের পরকীয়া স্ত্রী সুলতানা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, সাব্বিরকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
সাব্বির