ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ডাকাতের টানানো রশিতে আটকা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা— নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ১৬:১৭, ১৮ জুলাই ২০২৫

ডাকাতের টানানো রশিতে আটকা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা— নিহত ১, আহত ২

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল এলাকায় রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে টানানো রশিতে আটকে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহতের নাম সবুজ আহমদ (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছামাত্র রশি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই সবুজ আহমদের মৃত্যু হয়। আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের লাশ সুরতহাল করে ওসমানী মর্গে পাঠানো হয়েছে। আর আহত দু’জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সানজানা

×