ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

জন্মের আগেই বাচ্চা বিক্রি এবং পাচার! আলজাজিরার অনুসন্ধানে ভয়াবহ তথ্য

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ জুলাই ২০২৫

জন্মের আগেই বাচ্চা বিক্রি এবং পাচার! আলজাজিরার অনুসন্ধানে ভয়াবহ তথ্য

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ শিশু পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সিঙ্গাপুরে দত্তক নেওয়ার উদ্দেশ্যে এক ডজনের বেশি নবজাতক পাচার করার অভিযোগে দেশটির পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশ জানায়, এক শিশুর অপহরণের অভিযোগে করা মামলার তদন্তে এই পাচারচক্রের হদিস মেলে। তদন্তের একপর্যায়ে একজন সন্দেহভাজন স্বীকার করেন যে, তিনি অন্তত ২৪টি শিশু বিক্রি করেছেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক সুরাওয়ান বলেন, পাচার হওয়া শিশুদের বেশিরভাগই পশ্চিম জাভার স্থানীয় পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছিল। এরপর তাদের বোর্নিও দ্বীপের পন্টিয়ানাক শহরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অন্তত ১৪ জন শিশুকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

তিনি জানান, “তালিকাভুক্ত নথি অনুযায়ী, ১৪ জন শিশুকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এদের বয়স এক বছরের নিচে—কেউ তিন মাস, কেউ পাঁচ মাস, কেউবা ছয় মাস বয়সী।”

পুলিশ জানায়, এই চক্রের লক্ষ্য ছিল এমন মা-বাবারা, যারা সন্তান রাখতে চাইতেন না। ফেসবুকে যোগাযোগ শুরুর পর হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত প্ল্যাটফর্মে চুক্তি চূড়ান্ত করা হতো। কেউ কেউ সন্তানের গর্ভকালেই বিক্রির সিদ্ধান্ত নিতেন। জন্মের পর প্রসব ব্যয় পরিশোধের পাশাপাশি কিছু ক্ষতিপূরণ দিয়ে সন্তান হস্তান্তর করা হতো।

অভিযান চালিয়ে পন্টিয়ানাকে পাঁচটি শিশু এবং রাজধানী জাকার্তার কাছাকাছি টাংগেরাং শহরে আরও একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে জাকার্তা, পন্টিয়ানাক ও বানডুং শহরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

সুরাওয়ান বলেন, “এটি একটি সংঘবদ্ধ শিশু পাচার চক্র। তাদের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা ছিল।”কেউ শিশু সংগ্রহ করতেন, কেউ দেখাশোনা করতেন, আবার কেউ জাল জন্মসনদ, পারিবারিক কার্ড ও পাসপোর্ট তৈরি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রতিটি শিশুকে ১১ থেকে ১৬ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ায় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা) সিঙ্গাপুরে দত্তক নেওয়ার জন্য বিক্রি করতেন।

ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, এই মানবপাচার চক্রের তদন্ত এখনো চলমান রয়েছে এবং পাচার হওয়া আরও শিশুদের খোঁজে অনুসন্ধান চলছে।

সূত্র: https://www.aljazeera.com/news/2025/7/16/indonesia-arrests-12-for-trafficking-babies-to-singapore?utm_source=chatgpt.com

ফারুক

×