ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ল্যাপটপের চার্জ বাচাতে মাইক্রোসফটের নতুন কৌশল

প্রকাশিত: ২২:২৯, ১৮ জুলাই ২০২৫

ল্যাপটপের চার্জ বাচাতে মাইক্রোসফটের নতুন কৌশল

উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য সুখবর। মাইক্রোসফট এক নতুন ফিচার পরীক্ষা শুরু করেছে, যার মাধ্যমে ল্যাপটপ, ট্যাবলেট ও হ্যান্ডহেল্ড ডিভাইসের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে আগের তুলনায় বেশি।

নতুন ফিচারটির নাম অ্যাডাপটিভ এনার্জি সেভার মোড। এটি ডিভাইসের চার্জের পরিমাণ নয়, বরং কাজের ধরণ বা সিস্টেম লোড অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এনার্জি সেভার চালু বা বন্ধ করবে। এতে ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজ ও স্বয়ংক্রিয় অভিজ্ঞতা দেবে।

কীভাবে কাজ করবে এই মোড?

এনার্জি সেভার মোডে সাধারণত যা হয়:

  • ডিসপ্লের উজ্জ্বলতা ৩০ শতাংশ কমে যায়

  • ট্রান্সপারেন্সি ইফেক্ট বন্ধ হয়

  • ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ হয়ে যায়

  • অপ্রয়োজনীয় উইন্ডোজ আপডেট বন্ধ থাকে

  • OneDrive, OneNote ও Phone Link–এর মতো অ্যাপগুলো সিঙ্ক বন্ধ করে

কিন্তু নতুন অ্যাডাপটিভ মোডে এসব পরিবর্তনের মধ্যে স্ক্রিন ব্রাইটনেস অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ব্যবহারকারীর চোখে তা কম চোখে পড়বে। এটি শুধু ব্যাটারিযুক্ত ডিভাইসেই কাজ করবে, ডেস্কটপে নয়।

এখনই পাওয়া যাচ্ছে না, কিন্তু আসছে শিগগিরই

মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার টিম জানিয়েছে, বর্তমানে এটি Windows 11-এর ক্যানারি চ্যানেলের টেস্টারদের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর এই বছর শেষের দিকে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।

২০২৪ সালে মাইক্রোসফট তার মূল এনার্জি সেভার মোড ডেস্কটপ কম্পিউটারেও নিয়ে আসে, যা আগে শুধু ল্যাপটপে সীমাবদ্ধ ছিল। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ে আরও বড় পরিসরে অবদান রাখতে চায় মাইক্রোসফট।

Jahan

×