
ছবি: সংগৃহীত
প্রযুক্তি জগতে নতুন মোড় নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, আমরা এখন এক ‘পোস্ট-ফোন ওয়ার্ল্ড’-এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তার ভাষায়, স্মার্টফোনের আধিপত্যের দিন শেষ হতে চলেছে এবং স্মার্ট গ্লাসই হতে যাচ্ছে ভবিষ্যতের প্রধান ব্যক্তিগত প্রযুক্তি প্ল্যাটফর্ম।
মার্ক জাকারবার্গ বলেন, “আমি মনে করি, কম্পিউটিংয়ের ধারা আরও সর্বব্যাপী, আরও স্বাভাবিক এবং আরও সামাজিক হয়ে উঠছে। আপনি চাইবেন আশপাশের মানুষের সঙ্গে সহজভাবে মিশতে — আর সে কারণেই ফোনের পরে স্মার্ট গ্লাস হবে পরবর্তী প্রধান প্ল্যাটফর্ম।”
স্মার্ট গ্লাস: প্রযুক্তির নতুন সীমানা
মেটার বার্ষিক “Connect” ইভেন্টে তিনি বলেন, স্মার্ট গ্লাসের হাত-মুক্ত ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন এবং তথ্য সরবরাহ করার ক্ষমতা একে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি করে তুলবে।
তার মতে, “বর্তমানে প্রতিদিন ১ থেকে ২ বিলিয়ন মানুষ নিয়মিত চশমা পরেন। যেমন একসময় সবাই স্মার্টফোনে আপগ্রেড করেছিলেন, তেমনি অদূর ভবিষ্যতে সবাই স্মার্ট গ্লাসে চলে যাবেন। এমনকি যারা এখন চশমা পরে না, তারাও স্মার্ট গ্লাস ব্যবহার শুরু করবেন।”
স্মার্টফোনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা
“দ্য জো রোগান এক্সপেরিয়েন্স” পডকাস্টে জাকারবার্গ বলেন, “আইফোন অসাধারণ অনেক কিছু সম্ভব করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে এই প্ল্যাটফর্মে এমন অনেক নিয়ম চাপানো হয়েছে, যেগুলো খেয়ালখুশিমতো মনে হয়। স্টিভ জবস আইফোন আবিষ্কার করেছিলেন — আর এখন তারা ২০ বছর ধরে শুধু সেটাকেই চালিয়ে যাচ্ছে।”
রে-ব্যান ও মেটার স্মার্ট গ্লাস
২০২১ সালে মেটা এবং রে-ব্যান যৌথভাবে স্মার্ট গ্লাস বাজারে আনে। এতে ছিল ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ২টি স্পিকার ও ৩টি মাইক্রোফোন। যদিও সেটি ছিল পরীক্ষামূলক ধাঁচের, ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ আনার ঘোষণা দেন জাকারবার্গ।
প্রযুক্তির অগ্রগতির অংশ হিসেবে মেটা সম্প্রতি বিশ্বের বৃহত্তম চশমা নির্মাতা প্রতিষ্ঠান EssilorLuxottica-তে ৩.৫ বিলিয়ন ডলারের সংখ্যালঘু শেয়ার কিনে নেয়।
সুপারনোভা ও হাইপারনোভা প্রজেক্ট
মেটা বর্তমানে কাজ করছে Supernova 2 নামের একটি স্মার্ট গ্লাস প্রকল্পে, যা সাইক্লিস্ট ও খেলোয়াড়দের জন্য তৈরি। এটি ওকলির জনপ্রিয় "Sphaera" eyewear থেকে অনুপ্রাণিত।
অন্যদিকে, Hypernova নামের আরেক প্রজেক্টে স্মার্ট গ্লাসে যুক্ত করা হবে একটি ছোট স্ক্রিন, যেখানে ব্যবহারকারী নোটিফিকেশন ও মেসেজ দেখতে পারবেন।
বড় খেলায় নামছে অ্যাপল, গুগল ও স্যামসাং
অ্যাপল, গুগল এবং স্যামসাং-ও নিজেদের AI-চালিত স্মার্ট গ্লাস তৈরিতে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে, যা মেটার প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে।
বাস্তবতা নিয়ে সতর্ক জাকারবার্গ
প্রযুক্তি বিশ্বে উত্থান-পতন স্বাভাবিক বলে মনে করেন জাকারবার্গ। তিনি বলেন, “আপনি যখন উপরে থাকেন, তখন আপনি ততটা ভালো নন যতটা বলা হয়, আর নিচে নামলে ততটা খারাপও নন যতটা বলা হয়।”
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্ট গ্লাসের সফল বাজারজাতকরণ হলে এটি স্মার্টফোনের মতোই যুগান্তকারী হতে পারে — এবং এই খাতে মেটা অনেক আগেই নিজেদের অবস্থান সুসংহত করে নিচ্ছে।
Mily