
ছবি: সংগৃহীত।
মাইক্রোসফট ১ আগস্ট থেকে Microsoft Authenticator অ্যাপে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করে দেবে। বিশেষ করে যাঁরা এই অ্যাপটিকে পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে ব্যবহার করতেন, তাঁদের জন্য এটি জরুরি একটি আপডেট।
কী পরিবর্তন হচ্ছে?
Microsoft Authenticator অ্যাপে এখন আর পাসওয়ার্ড ও ঠিকানা সংরক্ষণের অপশন নেই। মাইক্রোসফট ঘোষণা করেছে, তারা একটি পাসওয়ার্ডবিহীন ভবিষ্যতের দিকে এগোচ্ছে। তাই জুলাই মাসেই এই তথ্যগুলো Microsoft Edge ব্রাউজার ও Microsoft অ্যাকাউন্টে স্থানান্তর করেছে।
তবে, ১ আগস্টের পর অ্যাপে সংরক্ষিত যেকোনো পেমেন্ট তথ্য চিরতরে ডিলিট করে দেওয়া হবে। তাই এখনই আপনার ডেটা স্থানান্তর করা জরুরি।
কীভাবে Microsoft Edge-এ পাসওয়ার্ড ব্যবহার করবেন?
মাইক্রোসফট আপনার পুরনো পাসওয়ার্ড ও ঠিকানা Edge ব্রাউজারে সংরক্ষণ করেছে। আপনি চাইলে এটিকে নতুন পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে ব্যবহার করতে পারেন।
iPhone ব্যবহারকারীরা:
- Settings > General > Autofill & Passwords > Edge চালু করুন।
-
Android ব্যবহারকারীরা:
- Settings > General management > Passwords and autofill > Autofill service > Edge
Microsoft Authenticator থেকে পাসওয়ার্ড কিভাবে এক্সপোর্ট করবেন?
১. অ্যাপ খুলুন
২. Settings > Export Passwords এ যান
৩. ফাইলটি ডিভাইস বা ক্লাউড স্টোরেজে সেভ করুন
অন্য পাসওয়ার্ড ম্যানেজারে কিভাবে ব্যবহার করবেন?
১. একটি নতুন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ডাউনলোড করুন (যেমন: NordPass, Proton Pass)
২. Import অপশনে ক্লিক করুন
৩. Microsoft Authenticator থেকে এক্সপোর্ট করা ফাইলটি আপলোড করুন
কোন অ্যাপ ব্যবহার করবেন?
Proton Pass একটি জনপ্রিয় এবং ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার। এটি শুধু পাসওয়ার্ডই না, পেমেন্ট ইনফো ও মাস্কড ইমেইল সংরক্ষণেও সাহায্য করে।
নুসরাত