ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পোকামাকড় শুনতে পায় গাছের কথা! ইসরায়েলি গবেষণায় চমকপ্রদ তথ্য

প্রকাশিত: ০১:৩২, ১৯ জুলাই ২০২৫

পোকামাকড় শুনতে পায় গাছের কথা! ইসরায়েলি গবেষণায় চমকপ্রদ তথ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো প্রমাণ দিয়েছেন, গাছ আর পোকামাকড়ের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগ সম্ভব। eLife জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, শুষ্ক হওয়া টমেটো গাছ থেকে নির্গত অতিধ্বনিগত সংকেত শুনে মথ পোকাগুলো তাদের ডিম পাতার স্থান নির্বাচন করে।

গবেষণায় বলা হয়েছে, মথ পোকা সাধারণত তাদের ডিম টমেটো গাছে রাখে যাতে ডিম ফোটার পর লার্ভাগুলো খাবারের সংস্থান পায়। কিন্তু যখন গাছ শুষ্ক বা কষ্টের মধ্যে থাকে, তখন তারা অতিধ্বনিগত সংকেত ছাড়ে, যা মথের নারীরা শনাক্ত করতে পারে।

এই গবেষণার নেতৃত্ব দেন র্যা সেল্টজার ও গাই জের এসেল, যাদের সহায়তায় ইউসি’র ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সেসের প্রফেসর যোগি ইউভেল ও লিলাচ হাদানি এ কাজটি করেছেন।

গবেষক দল জানায়, ‘আমরা গাছ আর পোকামাকড়ের মধ্যে শব্দ-ভিত্তিক প্রথম যোগাযোগের প্রমাণ পেয়েছি।’

গবেষণাটি তাদের পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে, যেখানে তারা দেখিয়েছিলেন গাছ সংকটের সময় অতিধ্বনিগত শব্দ নির্গত করে।

এই আবিষ্কার কৃষি ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে নতুন দিক খুলে দিতে পারে। কারণ, গাছ থেকে আসা শব্দ দিয়ে ফসলের স্বাস্থ্য ও পোকামাকড়ের আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।

যদিও এই অতিধ্বনিগত শব্দ মানুষের শোনার ক্ষমতার বাইরে, ব্যাটসহ কিছু স্তন্যপায়ী প্রাণী ও অনেক পোকামাকড় এগুলো শুনতে পায়।

গবেষকরা দুইটি সুস্থ টমেটো গাছ সামনে রেখেই পরীক্ষাটি করেনএকটিতে শুষ্ক গাছের অতিধ্বনিগত শব্দ বাজানো হয়, আর অন্যটি ছিল নীরব। মথ পোকারা স্পষ্টভাবে নীরব গাছটিকেই বেছে নেয়, যা নির্দেশ করে তারা ডিম পাড়ার জন্য শব্দের মাধ্যমে ভাল জায়গা নির্বাচন করে।

অন্য পরীক্ষা থেকে নিশ্চিত হয় যে, মথ পোকাদের পছন্দ শুধুমাত্র গাছ থেকে আসা অতিধ্বনিগত শব্দের ওপর নির্ভরশীল।

প্রফেসর লিলাচ হাদানি বলেন, ‘আমরা দেখতে পেয়েছি প্রাণীরা এই ধরনের শব্দ বুঝতে পারে। আমরা মনে করি, এটা শুরু মাত্র। আরও অনেক প্রাণী হয়তো বিভিন্ন গাছের সঙ্গে এমনভাবে প্রতিক্রিয়া করে।’

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×