ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

তীব্র গরমে ফোন অতিরিক্ত গরম হচ্ছে? জেনে নিন ঠান্ডা রাখার সেরা উপায়গুলো

প্রকাশিত: ০১:১৮, ১৯ জুলাই ২০২৫

তীব্র গরমে ফোন অতিরিক্ত গরম হচ্ছে? জেনে নিন ঠান্ডা রাখার সেরা উপায়গুলো

ছবি: সংগৃহীত

 

তীব্র গরমে শুধু শরীরই নয়, মোবাইল ফোনও গরম হয়ে ওঠে। অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি, পারফরম্যান্স এবং সফটওয়্যারের ওপর মারাত্মক প্রভাব পড়ে। গ্রীষ্মকালে মোবাইল ফোনকে অতিরিক্ত উত্তপ্ত হওয়া থেকে বাঁচাতে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি, বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

কেন মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়?

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গরমের মধ্যে গাড়ির ভেতরে ফোন ফেলে রাখা, সরাসরি সূর্যালোকে ব্যবহারের ফলে, ভারী অ্যাপ বা গেম খেলার সময়, কমমানের চার্জার বা ব্যাটারি ব্যবহার করা এবং ফোনে ম্যালওয়্যার থাকলেও অতিরিক্ত গরম হতে পারে। এমনকি চার্জিংয়ের সময়ও ফোনের তাপমাত্রা বেড়ে যেতে পারে।

কোন তাপমাত্রা পর্যন্ত মোবাইল ব্যবহার নিরাপদ?

স্যামসাং ও অ্যাপল জানিয়েছে, তাদের ফোনগুলো সাধারণত ০-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুষ্ঠুভাবে কাজ করতে পারে। এর বেশি হলে ফোনের স্ক্রিনে সতর্কবার্তা দেখায় এবং পারফরম্যান্স কমিয়ে দেয়—তবে জরুরি কল করার সুবিধা সচল থাকে।

ফোন ঠান্ডা রাখতে কী করবেন?

প্রযুক্তি সাইট CNET-এর প্রতিবেদনে বলা হয়, চার্জিংয়ের সময় হাই-গ্রাফিক গেম বা স্ট্রিমিং অ্যাপ ব্যবহার না করাই ভালো। সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরি, কারণ পুরনো সফটওয়্যার গরমের প্রবণতা বাড়ায়।

Back Market-এর অপারেশনস ম্যানেজার কেভিন শ্যারন পরামর্শ দেন, হালকা ও পাতলা কেস ব্যবহার করতে, কারণ মোটা কেস ফোনের তাপ আটকে রাখে এবং বাতাস চলাচলে বাধা দেয়।

ফোন গরম হলে কী করবেন?

অ্যাপলের পরামর্শ অনুযায়ী, ফোন অতিরিক্ত গরম হলে সেটি বন্ধ করে ঠান্ডা জায়গায় রেখে স্বাভাবিক তাপমাত্রায় ফেরার জন্য অপেক্ষা করুন। সরাসরি রোদ বা অতিরিক্ত গরম স্থান এড়িয়ে চলুন।

স্যামসাং আরও কিছু পরামর্শ দিয়েছে: ফোন রিস্টার্ট করা, ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস বন্ধ রাখা, স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে আনা, রিফ্রেশ রেট হ্রাস করা এবং ব্যাটারি খরচকারী অ্যাপ বন্ধ রাখা।

কী করবেন না?

Protect Your Bubble ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক জেমস ব্রাউন সতর্ক করে বলেন, ফোন গরম হলে কখনোই ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবেন না, যদিও ফোন ওয়াটার-প্রুফ হয়। কারণ এতে ফোনের ভেতরে কনডেনসেশন জমে দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। এছাড়াও, ফ্রিজ বা ফ্রিজারের মতো অত্যন্ত ঠান্ডা জায়গায় ফোন রাখাও বিপজ্জনক, বলছেন বিশেষজ্ঞরা।

আঁখি

×