ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফিরে আসছে নকিয়া ১১০০ 

প্রকাশিত: ০১:০৯, ১৯ জুলাই ২০২৫

ফিরে আসছে নকিয়া ১১০০ 

সংগৃহীত

নকিয়া ১১০০ ফিরে আসছে! ৪জি কানেক্টিভিটি ও দীর্ঘ ব্যাটারি লাইফে নতুন রূপে চিরচেনা ফোন

এক সময়ের জনপ্রিয় মোবাইল ফোন Nokia 1100 ফিরে আসছে আধুনিক রূপে! ক্লাসিক এই ফোনটিকে এবার ৪জি কানেক্টিভিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও কিছু নতুন ফিচার দিয়ে রিলঞ্চ করতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।

নতুন যা থাকছে নকিয়া ১১০০-তে

  • 4G নেটওয়ার্ক সাপোর্ট: এই ফোনে থাকবে ৪জি কানেক্টিভিটি, যা পুরোনো ব্যবহারকারীদের জন্য বড় আপগ্রেড।
  • দীর্ঘ ব্যাটারি লাইফ: আগের মতোই একবার চার্জে চলবে বহুদিন, অফিস বা ভ্রমণে পারফেক্ট সঙ্গী।
  • ক্লাসিক ডিজাইন: পুরোনো সেই নকিয়া ১১০০-এর সহজ ডিজাইন প্রায় অপরিবর্তিত, স্মৃতি ফিরিয়ে আনবে।
  • ফ্ল্যাশলাইট ও বেসিক ক্যামেরা: আগের মতো টর্চ ফিচার সহ থাকতে পারে একটি বেসিক ক্যামেরা।
  • টকটাইম ও মেসেজিং ফোকাস: স্মার্টফোন নয়, মূলত কল ও মেসেজের জন্যই ডিজাইন করা ডিভাইস।

২০০৩ সালে প্রথম বাজারে আসা Nokia 1100 ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলোর একটি। এবার সেটিই ফিরে আসছে পুরোনো সেই স্মৃতি ও আধুনিক প্রযুক্তির মিশেলে।

এই মুহূর্তে ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে গুজব বলছে, ২০২৫-এর শেষ নাগাদ ভারতের বাজারে আসতে পারে।

নস্টালজিয়ায় ভর করে যদি আপনি আবার ফিরে যেতে চান সেই সহজ-সরল মোবাইল জীবনে, তবে নতুন রূপে ফিরে আসা Nokia 1100 হতে পারে আপনার জন্য এক নিখুঁত সঙ্গী। স্মার্টফোনের ঝকঝকে জগতে একটু নিঃশ্বাস নিতে চাইলে, এই ফোনই হতে পারে শান্তির আশ্রয়।
 

হ্যাপী

×