
.
ভোজ্যতেল ডিম ও মসলাপাতির দাম কমলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। এছাড়া টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচ ও সবজির দাম বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে ডাল, ডাল, আটা ও চিনির দাম। ইলিশের মাছের সরবরাহ বাড়লেও দাম কমেনি।
দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। আলুর দাম অপরিবর্তিত থাকলে কিছুটা দাম বেড়েছে পেঁয়াজের। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, যাত্রাবাড়ী বাজার ও খিলগাঁও সিটি কর্পোরেশন বাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এছাড়া সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্যমতে, দাম কমে সয়াবিন তেল খোলা প্রতিলিটার ১৬০-১৭০, সয়াবিন বোতল পাঁচ লিটার ৮৮০-৯২০, পামওয়েল খোলা প্রতিলিটার ৯৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে। এছাড়া দাম কমে প্রতিহালি ডিম মানভেদে ৩৮-৪৬, রসুন দেশি ১০০-১৫০, আদা (আমদানি) ১২০-২০০ টাকায় বিক্রি।
বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম বাড়তে শুরু করেছে। গত কয়েক মাস ধরে মুরগির দামে স্বস্তি ছিল বাজারে। দাম বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি ৩৩০ এবং দেশি মুরগি প্রতিকেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। মুরগি ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদা বাড়া এবং সরবরাহ কিছুটা কমায় মুরগির দাম বাড়তে শুরু করেছে। এদিকে বাজারে কাঁচা মরিচ ও শাক-সবজির দামও বেড়েছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমি বৃষ্টি শুরুর আগে, অর্থাৎ দেড় সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ কেনা যেত ৮০ থেকে ১২০ টাকায়। সে হিসাবে কেজিতে ১২০-১৩০ টাকা দাম বেশি রয়েছে। অবশ্য গত সপ্তাহে কাঁচা মরিচের দাম আরও বেশি ছিল, সে সময় দাম উঠেছিল সর্বোচ্চ ৩০০ টাকায়। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
এ ছাড়া অন্যান্য সবজির দামও কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। বাজারে বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার আশপাশে। প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ১০০ টাকা, কোনো কোনো বাজারে আরও বেশি দামেও বিক্রি করতে দেখা গেছে। পেঁপে, ছোট পটোলের মতো হাতেগোনা দু-তিন ধরনের সবজি স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপে ৪০ টাকা এবং ছোট পটোল ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। তবে কাকরোল, করলা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা, চিচিংগা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
প্যানেল মজি