
পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৭৮৯ কোটি টাকা। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১৮০টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৩টি কোম্পানির বাজারদর। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। সূত্র মতে, এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসএস ক্যাবলস পিএলসির শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ। আর ৮ দশমিক ৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড, বেস্ট হোল্ডিং পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং ইন্দো-বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড। এ ছাড়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার) দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে।
যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ শতাংশ। আর ১০ পয়সা বা ৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড।
এদিন দর পতনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক পিএলসি, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, তুংহাই নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এবং এসিআই লিমিটেড।
প্যানেল হু