
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সরকার ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, ৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন হিসেবে গণ্য হবে এবং ব্যাংকগুলো বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দিনটিতে ব্যাংক বন্ধ থাকার বিষয়টি সবাইকে আগেভাগে জানানো হচ্ছে, যাতে সংশ্লিষ্ট সকল ব্যক্তিরা তাদের আর্থিক লেনদেনের প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করতে পারেন।
রাজু