ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

অর্থ ফেরতের নির্দেশ বিএসইসির, ব্যর্থতায় জরিমানা ৬০ কোটি টাকা

এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা বেআইনি বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:২৩, ১৭ জুলাই ২০২৫

এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা বেআইনি বিনিয়োগ

এলআর গ্লোবালের ৪৯ কোটি টাকা বেআইনি বিনিয়োগ

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের অর্থ নিয়ম ভেঙে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করায় সুদসহ বিনিয়োগকারীদের অর্থ ফেরত প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে বুধবার কমিশনের সভা শেষে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্দেশ পালনে ব্যর্থ হলে আইন লঙ্ঘনে জড়িতদের ৬০ কোটি টাকা জরিমানা দিতে হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ৬টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এগুলো হলোÑ ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বিডি মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এসব মিউচুয়াল ফান্ডের তহবিল থেকে অ-তালিকাভুক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিধিবহির্ভূতভাবে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়।

এক্ষেত্রে প্রতিটি ১০০ টাকার শেয়ার কেনা হয় ১২ হাজার ৫০০ টাকায়। এই বিনিয়োগের ফলে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণœ হয়। ফলে এ নিয়ে তদন্ত পরিচালনা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের নিয়ে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
এতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে এলআর গ্লোবাল বিনিয়োগকারীদের সমুদয় অর্থ সুদসহ ফেরত প্রদান করবে। এক্ষেত্রে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী রিয়াজ ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগদের বিনিয়োগকৃত ৪৯ কোটি টাকা সুদসহ ফেরত প্রদান ব্যর্থ হলে জড়িত সবাইকে জরিমানার অর্থ প্রদান করতে হবে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে এই জরিমানার ক্ষেত্রে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএকে চার কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে চার কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে এক কোটি টাকা প্রদান করতে হবে। এ ছাড়াও প্রতিষ্ঠান হিসেবে এলআর গ্লোবালকে এক কোটি টাকা জরিমানা দিতে হবে।

প্যানেল হু

×