
ছবিঃ সংগৃহীত
আপনার স্মার্টফোনে জায়গার সংকট? ছবি তুলতে পারছেন না, অ্যাপ আপডেট হচ্ছে না—এমন সমস্যায় ভুগছেন অনেকেই। অথচ খুব সহজ কিছু কৌশল জানলেই মাত্র এক মিনিটে খালি করা যাবে ৫ গিগাবাইট পর্যন্ত জায়গা। দেখে নিন মেমোরি পরিষ্কারের সেরা টিপসগুলো।
১. অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন এক ক্লিকে
স্মার্টফোনে থাকা ‘File Manager’ বা ‘My Files’ অ্যাপে ঢুকে ‘Large Files’ বা ‘Duplicate Files’ অপশন ব্যবহার করুন। এখানে জমে থাকা বড় আকারের ভিডিও, ডকুমেন্ট বা অপ্রয়োজনীয় ফাইল সহজেই সনাক্ত ও মুছে ফেলতে পারবেন।
২. ক্যাশে ক্লিয়ার করুন—ফোন হবে হালকা
প্রতিটি অ্যাপ ব্যবহার করার সময় কিছু অস্থায়ী ডেটা জমা হয়, যাকে ক্যাশে বলে।
-
সেটিংস → অ্যাপস → অ্যাপ সিলেক্ট করুন → Clear Cache চাপ দিন।
বিশেষ করে Facebook, Instagram, Chrome ইত্যাদি অ্যাপের ক্যাশে অনেক জায়গা খেয়ে ফেলে।
৩. হোয়াটসঅ্যাপ-ফেসবুক মিডিয়া মুছুন
সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ছবি-ভিডিও আসে।
-
WhatsApp → Settings → Storage and Data → Manage Storage
এখান থেকে অপ্রয়োজনীয় মিডিয়া বেছে নিয়ে ডিলিট করুন।
৪. পুরোনো স্ক্রিনশট ও ডাউনলোড ফোল্ডার খালি করুন
আমরা অনেক সময় স্ক্রিনশট নিই, কিন্তু পরে আর দরকার হয় না।
-
গ্যালারি বা ফাইল ম্যানেজার থেকে Screenshots ও Download ফোল্ডারগুলো খুলে অপ্রয়োজনীয় ছবি-ফাইল সরিয়ে ফেলুন।
৫. ক্লাউডে ব্যাকআপ নিন
Google Photos বা Google Drive-এ ব্যাকআপ নিয়ে ফোনের মূল স্টোরেজ থেকে ছবি ও ভিডিও মুছে ফেলুন। এতে মেমোরি ফাঁকা হবে, আবার ডেটাও থাকবে নিরাপদে।
মাত্র ১ মিনিট সময় বের করলেই ফোনের স্টোরেজ হয়ে উঠবে ঝকঝকে! নিয়মিত এই টিপসগুলো অনুসরণ করলে আর কখনও ‘Storage Full’ বার্তা পেতে হবে না।
এই রিপোর্টটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গেও।
ইমরান