
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রধান প্রযুক্তি ও অর্থনৈতিক নেতারা পিটসবার্গে একটি শক্তি ও উদ্ভাবন সম্মেলনে জমায়েত হলেও, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবারের তৃতীয় বারের মতো বেইজিংয়ে ছিলেন। তিনি নিশ্চিত করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় এনভিডিয়ার জনপ্রিয় এইচ২০ চিপগুলো আবারও চীনে বিক্রি হবে। তার এই সফর মার্কিন ও চীনের প্রযুক্তি ক্ষেত্রে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, যেখানে রপ্তানি নিয়ন্ত্রণ আলোচনার অন্যতম বিষয়।
এদিকে, ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স প্রথমবারের মতো ত্রৈমাসিকে মেটার রাজস্বকে ছাড়িয়ে গেছে, যা ৪৩ বিলিয়ন ডলারের বেশি। একই সময় মেটার রাজস্ব ছিল ৪২.৩১ বিলিয়ন ডলার। দ্রুত বর্ধমান বাইটড্যান্সের মূল্যায়ন মেটার তুলনায় অনেক কম, কারণ রাজনৈতিক ঝুঁকি ও মার্কিন নিয়ন্ত্রক বাধাগুলো রয়েছে।
দুটি কোম্পানি Frontier AI-তে ব্যাপক বিনিয়োগ করছে। বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ইয়িমিং ঝাং সাধারণ বুদ্ধিমত্তা ও উন্নত এআই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন, আর মেটার মার্ক জুকারবার্গ বৃহৎ পরিসরে এআই ডেটা সেন্টার নির্মাণ ও প্রতিভা সংগ্রহের জন্য বিশাল অর্থ ব্যয় ঘোষণা করেছেন।
২০২৫ সালের প্রথমার্ধে মার্কিন স্টার্টআপে বিনিয়োগ ৭৫.৬% বেড়েছে, যেখানে ওপেনএআই’র ৪০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ এবং মেটার ১৪.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে।
একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কোডিংয়ে এআই ব্যবহারে প্রত্যাশার বিপরীতে কাজের গতি কমেছে; ডেভেলপাররা মনে করতেন এআই সাহায্যে কাজ দ্রুত হবে, কিন্তু সময় ১৯% বেড়েছে। এতে বোঝা যায়, এআই প্রযুক্তির সঠিক কার্যকারিতা ব্যবহারকারীর দক্ষতার ওপর নির্ভর করে।
আবির