ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ফোনের ক্যামেরায় ৫টি গোপন ট্রিক—যা পেশাদার ফটোগ্রাফারও ব্যবহার করেন

প্রকাশিত: ২২:১২, ১৭ জুলাই ২০২৫

ফোনের ক্যামেরায় ৫টি গোপন ট্রিক—যা পেশাদার ফটোগ্রাফারও ব্যবহার করেন

ছবিঃ সংগৃহীত

বর্তমানে স্মার্টফোনই হয়ে উঠেছে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ফটোগ্রাফির মাধ্যম। সবার হাতেই ক্যামেরা, কিন্তু সবাই কি পেশাদারদের মতো ছবি তুলতে পারেন? একদম না। আসলে কিছু গোপন টিপস ও ট্রিক জানলেই আপনি তুলতে পারবেন দুর্দান্ত সব ছবি, যা দেখে অবাক হবেন আপনিও।

জেনে নিন পেশাদার ফটোগ্রাফারদের ব্যবহৃত এমন ৫টি গোপন ক্যামেরা ট্রিক:

১. গ্রিডলাইন চালু করুন—চিত্রে ভারসাম্য আনবে
অনেকেই গ্রিডলাইনকে অবহেলা করেন। অথচ এই ‘রুল অব থার্ডস’ ছবিকে করে তোলে আরও নিখুঁত ও প্রফেশনাল। ছবির বিষয়বস্তুকে ঠিক কোন জায়গায় রাখলে আকর্ষণ বাড়বে, তা নির্ধারণে সাহায্য করে এই ফিচার।

চালু করার উপায় (Android/iPhone):
Settings > Camera > Grid → ON

২. ফোকাস ও এক্সপোজার লক করুন
প্রতিবার ফোকাস হারানো বা আলো বাড়া-কমার কারণে ভালো শট নষ্ট হয়? সমাধান—AE/AF Lock (Auto Exposure/Auto Focus)। একবার সেট করলেই আলো বা ফোকাস পরিবর্তন হবে না, ফলে ছবিও হবে স্পষ্ট ও ব্যালেন্সড।

কীভাবে করবেন:
ক্যামেরায় গিয়ে ছবির ওপর চাপ দিয়ে ধরে রাখলেই ফোকাস লক হয়ে যাবে।

৩. ব্যবহার করুন হাই ডায়নামিক রেঞ্জ (HDR) মোড
HDR মোড ছবির আলো ও ছায়াকে ব্যালেন্স করে। বিশেষ করে বাইরে, সূর্য আলোয় ছবি তুলতে গেলে এই মোডে ছবির ডিটেইলস ও রঙ অনেক সুন্দরভাবে ফুটে ওঠে।

চালু করতে:
Camera > HDR Mode → ON/Auto

৪. পরিষ্কার লেন্স = পরিষ্কার ছবি
এই টিপটা যত সহজ, ততই গুরুত্বপূর্ণ। অনেক সময় ফোনের ক্যামেরা লেন্সে ধুলা, তেল বা আঙুলের ছাপ লেগে ছবি ঘোলা হয়ে যায়। ছবি তোলার আগে একটা নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে লেন্স মুছে নিন।

৫. তৃতীয় পক্ষের ক্যামেরা অ্যাপ ব্যবহার করুন
ডিফল্ট ক্যামেরার সীমাবদ্ধতা আছে। পেশাদাররা অনেক সময় ব্যবহার করেন ProCam, VSCO, Open Camera ইত্যাদি অ্যাপ, যেখানে ম্যানুয়াল ফোকাস, আইএসও, শাটার স্পিডসহ নানা ফিচার থাকে।

বোনাস টিপ:
Portrait মোড ব্যবহার করুন সঠিকভাবে। শুধু মুখ নয়, পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করে সাবজেক্টকে হাইলাইট করতেই এই মোড। আলো ও কোণ বুঝে ব্যবহার করলে দুর্দান্ত ফল পাবেন।

শেষ কথা:
ক্যামেরা শুধু মেশিন নয়, এটা একটা শিল্পের মাধ্যম। আর শিল্পে দক্ষতা আসে চর্চা ও কিছু স্মার্ট কৌশলের মাধ্যমে। তাই এখনই ট্রিকগুলো কাজে লাগিয়ে তুলুন চোখজুড়ানো ছবি—আপনার ফোন দিয়েই!

ইমরান

আরো পড়ুন  

×