
ইরাকের আল-কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১১ জন। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাত হয়েছিল পারফিউম ও কসমেটিকসের ফ্লোর থেকে। ভিডিও ফুটেজে দেখা যায়, আল-কুতের করনিশ হাইপারমার্কেটের বাইরের অংশ আগুনে পুড়ে কালো হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।একই সময়ে, উদ্ধারকর্মীরা মার্কেটের ছাদে আটকা পড়া লোকজনকে নিরাপদে নামিয়ে আনতে দেখা গেছে। আল-কুতের সরকারি কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে জানিয়েছেন, মার্কেটের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে থাকতে পারে। তবে, এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাজু