
মিশরে প্রথম বৃহৎ পরিসরের সৌর ও ব্যাটারি সংযুক্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নগা হামাদিতে গঠিত এই ‘ওবেলিস্ক’ প্রকল্পটি ১.১ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ২০০ মেগাওয়াট-ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ ক্ষমতা নিয়ে গড়ে উঠছে। ৫৯০ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে নরওয়ের নবায়নযোগ্য জ্বালানি সংস্থা স্ক্যাটেক (Scatec)।
বর্তমানে মিশরের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৭৫ শতাংশ আসে গ্যাস থেকে। তবে দেশটির গ্যাস উৎপাদন হ্রাস পাওয়ায় এবং আমদানির ওপর নির্ভরতা বাড়ায় সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। এরই মধ্যে সরকার মে ও জুন মাসে প্রায় ২০ লাখ টন ফুয়েল অয়েল আমদানির উদ্যোগ নেয় বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায়।
তবে সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই সংকট দূর করার পরিকল্পনা নিয়েছে মিশর। দেশটি ২০২৩ সালে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১৩ শতাংশ বিদ্যুৎ পেলেও ২০৩০ সালের মধ্যে তা ৪২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।
নতুন এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। ২০২৬ সালের প্রথমার্ধেই প্রথম ধাপে ৫৬১ মেগাওয়াট সৌর বিদ্যুৎ এবং পুরো ব্যাটারি সক্ষমতা চালু হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ মিশরের ‘সৌর বেল্ট’ অঞ্চল প্রকল্পটির জন্য অত্যন্ত উপযোগী। এছাড়াও ব্যাটারি সংরক্ষণের খরচ ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৮৯ শতাংশ কমে যাওয়ায় সৌর ও ব্যাটারি সমন্বিত প্রকল্পগুলো এখন টেকসই এবং অর্থনৈতিকভাবে লাভজনক হচ্ছে।
তবে চ্যালেঞ্জ রয়েছে অর্থায়নে। ২০২৪ সালে গোটা আফ্রিকা বিশ্বব্যাপী শক্তি খাতে বিনিয়োগের মাত্র ৩ শতাংশ পায়। বিনিয়োগ ঝুঁকির কারণে প্রকল্পগুলোর ব্যয় বাড়ে।
এর পরেও, ‘ওবেলিস্ক’ প্রকল্পটি মিশরসহ আফ্রিকার অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির পথে এক বড় অগ্রগতি হিসেবেই বিবেচিত হচ্ছে।
Jahan