
ছবি: সংগৃহীত
আজ ১৬ জুলাই বুধবার দুপুরে গোপালগঞ্জের চৌরঙ্গী মোড়ে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা আশ্রয় নেন গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সেনাবাহিনীর এপিসি ব্যবহার করে এনসিপি নেতাদের নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে আনা হয়। নিরাপত্তা নিশ্চিত করে শহর ত্যাগ করেন এনসিপির সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘটনার পর বিএনপির বিশেষ দূত ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী ফেসবুকে লিখেন, "বিষয়টি দুঃখজনক, সূর্যসন্তানদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ।"
আবির