ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরানো হলো নৌকা

নয় বছর পর দাঁড়িপাল্লা প্রতীক যোগ করল ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৫, ১৬ জুলাই ২০২৫

নয় বছর পর দাঁড়িপাল্লা প্রতীক যোগ করল ইসি

ইসরি ওয়বেসাইটে দাঁড়পিাল্লা ইন, নৌকা আউট

নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যোগ করল নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকটি বাদ দিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে বলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান।  
ইসি সচিব জানান, নিবন্ধন স্থগিত হওয়ায় বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নেওয়া হলেও বিধিমালায় সংরক্ষিত থাকবে। তাই নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে নৌকা প্রতীক থাকবে। তবে এটা আর ব্যবহার করতে পারবে না। তবে কোনো চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি।

একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়। এরপর হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল। ইসি সচিব আখতার আহমেদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। এতে কোনো অসুবিধা নেই।

সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত ফের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়।

×