
ছবি: সংগৃহীত।
ইসরাইল শুধু প্রযুক্তি নয়, বরং জ্বিন ও কালো জাদুর মতো অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করছে—এমন বিস্ময়কর অভিযোগ এনেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (IRGC) ঘনিষ্ঠ একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সম্প্রতি তেহরান ও অন্যান্য এলাকায় ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণ, সাইবার হামলা ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ইসরাইল এই গোপন আধ্যাত্মিক কৌশল ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।
ইরানি নিরাপত্তা বিশ্লেষক আব্দুল্লাহ গাঞ্জি জানান, “নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল এমন কিছু অদৃশ্য শক্তি ব্যবহার করেছে যা সেনাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। এমনকি ইলেকট্রনিক সিস্টেমেও প্রভাব পড়েছে।”
টাইমস অফ ইন্ডিয়া ও উইয়ন টিভি’র প্রতিবেদনে বলা হয়, ইরান এই ধরণের অভিযোগ এনে হয়তো তাদের কৌশলগত দুর্বলতা আড়াল করতে চাইছে। ইসরাইলি কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে—এটি মধ্যযুগীয় কুসংস্কার ছাড়া কিছু নয়।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ও জনগণের ক্ষোভকে ভিন্নদিকে নিতে এই ধরণের অতিপ্রাকৃত ব্যাখ্যা সামনে আনা হচ্ছে। তবে ইরানের কিছু রক্ষণশীল মহল এই দাবি সমর্থন করলেও প্রগতিশীলরা একে ‘প্রচারণামূলক নাটক’ বলে সমালোচনা করেছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=-FIJak3bBzM&t=28s&ab_channel=BVNEWS24
নুসরাত