
ছবি: সংগৃহীত
গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের নেতৃত্বে ইসরায়েলে যে আক্রমণ হয়েছিল, তার বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া ছিল অবশ্যম্ভাবী এবং অনিবার্য। তখন আমরা যে প্রতিক্রিয়া দেখিয়েছি, তার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমর্থন ছিল।”
তবে তিনি বলেন, “এটা ঘটেছে প্রায় ২২ মাস আগে। এর মাঝে অনেক কিছু ঘটে গেছে।”
ওলমার্ট বলেন, “সামরিক দিক দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করেছি, তাদের অধিকাংশ নেতাকে নির্মূল করেছি। কিন্তু এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে কোনো সামরিক অভিযান আর তেমন কিছু অর্জন করতে পারবে না, যা আমাদের সেনাদের জীবন, জিম্মিদের নিরাপত্তা বা সাধারণ ফিলিস্তিনিদের মৃত্যু দিয়ে যুক্তি দেওয়া যায়।”
তিনি আরো বলেন, “এখন আমাদের দরকার যুদ্ধ বন্ধ করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং গাজায় একটি আন্তর্জাতিক অস্থায়ী নিরাপত্তা বাহিনী স্থাপন করা, যারা বাস্তবিক নিয়ন্ত্রণ নেবে।”
শেখ ফরিদ