ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লিভার ফেইল হলে শরীরে আগে যে ৫টি পরিবর্তন আসে

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ জুলাই ২০২৫

লিভার ফেইল হলে শরীরে আগে যে ৫টি পরিবর্তন আসে

ছ‌বি: প্রতীকী

লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিষ্কার করা, হজমে সহায়তা করা, শক্তি সঞ্চয় করা, বিভিন্ন হরমোন ও প্রোটিন তৈরি করা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু যখন এই লিভার ঠিকভাবে কাজ করে না বা ধীরে ধীরে বিকল হতে শুরু করে, তখন আমাদের শরীরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলো যদি আমরা শুরুতেই চিনতে পারি, তবে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব হয়। লিভার ফেইল হবার আগেই শরীর কিছু সতর্ক সংকেত দিতে শুরু করে। নিচে এমনই পাঁচটি প্রধান পরিবর্তনের কথা বলা হলো, যেগুলো শুরুতেই দেখা দিতে পারে।

প্রথমত, শরীর ও চোখের সাদা অংশে হলদে ভাব দেখা যায়। একে জন্ডিস বলা হয়। লিভার যদি ঠিকভাবে বিলিরুবিন নামক পদার্থ প্রসেস করতে না পারে, তাহলে সেটি রক্তে জমে গিয়ে ত্বক ও চোখ হলুদ করে ফেলে। অনেক সময় এই হলুদ ভাব প্রথমে চোখেই বোঝা যায়। এরপর ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এটি লিভার সমস্যার একটি খুব সাধারণ ও প্রাথমিক লক্ষণ।

দ্বিতীয়ত, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। লিভার যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে শরীরে জমে থাকা টক্সিন রক্তে মিশে যায়। এতে শরীর ক্রমাগত ক্লান্ত লাগে, ঘুম কম হয়, এবং মানসিকভাবে অবসাদ তৈরি হয়। অনেকেই ভেবে বসেন এটি শুধুই শরীর খারাপ বা ঘুমের অভাবের কারণে হচ্ছে। কিন্তু লিভারের সমস্যায়ও এমন ক্লান্তি প্রতিদিন হতে পারে।

তৃতীয়ত, পেটের ডান পাশে বা পেটের উপরের অংশে ব্যথা ও অস্বস্তি দেখা দিতে পারে। লিভার যেহেতু পেটের ডান দিকে থাকে, তাই সেখানেই ব্যথা অনুভূত হয়। অনেক সময় এটি হালকা ব্যথা বা চাপ লাগার মতো হয়। কেউ কেউ পেট ফাঁপার সমস্যাও লক্ষ্য করেন। আবার কিছু মানুষের ক্ষেত্রে খাবারের পরে অস্বস্তি বা বমি বমি ভাব হতে পারে।

চতুর্থত, হঠাৎ করে ওজন কমে যেতে পারে। খাবারের প্রতি আগ্রহ কমে যায়, এবং খাওয়ার পর মনে হয় পেট ভরা ভরা। এই কারণে মানুষ আগের মতো খেতে পারে না এবং ওজন কমতে থাকে। অনেক সময় বমি হওয়া বা হজমে সমস্যা থাকার কারণেও এই ওজন কমার ঘটনা ঘটে। এটি ধীরে ধীরে ঘটে, তাই প্রথমে অনেকেই গুরুত্ব দেন না।

পঞ্চমত, শরীরে চুলকানি দেখা দিতে পারে এবং ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যেতে পারে। লিভার যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন শরীরে পিত্ত রসের ভারসাম্য নষ্ট হয়। ফলে সেই রস চামড়ায় জমে গিয়ে চুলকানি তৈরি করে। সাধারণত হাত ও পায়ের তালুতে বেশি চুলকানি হয়। অনেকের ক্ষেত্রে এই চুলকানির সঙ্গে লালচে ফুসকুড়ি বা দাগও দেখা দিতে পারে।

এই পাঁচটি লক্ষণ ছাড়াও আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন— মুখে দুর্গন্ধ, হাত-পা ফুলে যাওয়া, প্রস্রাবের রঙ গাঢ় হওয়া, পায়খানার রঙ ফ্যাকাসে হয়ে যাওয়া ইত্যাদি। তবে সব লক্ষণ সব সময় একসাথে দেখা নাও দিতে পারে। কিছু লক্ষণ ধীরে ধীরে শুরু হয়, কিছু আবার দ্রুত দেখা দেয়।

তাই শরীরে এমন কোন পরিবর্তন দেখা দিলে সেটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমেই লিভারের কার্যকারিতা যাচাই করা যায়। লিভার সমস্যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অতএব সচেতন থাকুন, নিজের শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিন এবং প্রয়োজনে যথাসময়ে চিকিৎসা নিন।

এম.কে.

×