ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জুলাই ঐক্যের প্রতীকী কফিন মিছিলের ভিডিওকে গোপালগঞ্জে নিহত মানুষের লাশ নিয়ে জনতার মিছিল দাবিতে প্রচার

প্রকাশিত: ১৫:৩১, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩৩, ১৭ জুলাই ২০২৫

জুলাই ঐক্যের প্রতীকী কফিন মিছিলের ভিডিওকে গোপালগঞ্জে নিহত মানুষের লাশ নিয়ে জনতার মিছিল দাবিতে প্রচার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহতের খবর গণমাধ্যম সূত্রে পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ‘গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশ দ্বারা হত্যা হওয়া লাশ নিয়ে সাধারণ মানুষের মিছিল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতদের লাশ নিয়ে সাধারণ মানুষের মিছিলের নয়; বরং এনসিপি নেতা-কর্মীদের ওপর গোপালগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের হামলার প্রতিবাদে ‘জুলাই ঐক্য’ নামক একটি সংগঠনের প্রতীকী কফিন ও মশাল মিছিলের ভিডিও—যেটিকে ভুলভাবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে বুধবার (১৬ জুলাই, ২০২৫) ‘রাজধানীতে শিক্ষার্থীদের কফিন মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

এই তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেকটি গণমাধ্যমের ওয়েবসাইটে ১৭ জুলাই ‘৬ দফা দাবি আদায়ে ঢাকায় জুলাই ঐক্যের প্রতীকী কফিন ও মশাল মিছিল’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর সায়েন্সল্যাব সিটি কলেজের সামনে থেকে জুলাই ঘোষণাপত্র, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের দাবিতে এবং গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ পর্যন্ত প্রতীকী কফিন ও মশাল মিছিল করেছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন।

অর্থাৎ, স্পষ্টভাবে বলা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জে নিহত মানুষের লাশ নিয়ে সাধারণ মানুষের মিছিলের নয়।

সুতরাং, গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে ‘জুলাই ঐক্য’র প্রতীকী কফিন ও মশাল মিছিলের ভিডিওকে গোপালগঞ্জে লাশ নিয়ে সাধারণ মানুষের মিছিল হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।  

রিফাত

×