ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নারী ফুটবলে বিশ্ব রেকর্ড: আর্সেনালে যোগ দিলেন অলিভিয়া স্মিথ

প্রকাশিত: ২০:১৮, ১৭ জুলাই ২০২৫

নারী ফুটবলে বিশ্ব রেকর্ড: আর্সেনালে যোগ দিলেন অলিভিয়া স্মিথ

কানাডার ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে রেকর্ড ১.৩৪ মিলিয়ন ডলারে আর্সেনাল দলে ভেড়াল, যা এখন পর্যন্ত নারীদের ফুটবলে বিশ্ব রেকর্ড ফি।

বৃহস্পতিবার লিভারপুল থেকে স্মিথকে দলে নেয় আর্সেনাল, ফলে ২০ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠলেন প্রথম মিলিয়ন পাউন্ড মূল্যের নারী খেলোয়াড়।

এই ফি ছাড়িয়ে গেছে জানুয়ারিতে চেলসির নাওমি গিরমাকে সান ডিয়েগো ওয়েভ থেকে ১.১ মিলিয়ন ডলারে কেনার রেকর্ডকেও।

আর্সেনালের নারী ফুটবলের ডিরেক্টর ক্লেয়ার হুইটলি বলেন, “ওলিভিয়া এই মুহূর্তে সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের একজন। তার উন্নতির সম্ভাবনাও বিশাল।”

স্মিথ বলেন, “আর্সেনালের মতো ক্লাবে সই করা আমার জন্য গর্বের ও সম্মানের বিষয়। ইংল্যান্ড ও ইউরোপের সেরা শিরোপাগুলোর জন্য লড়াই করা আমার স্বপ্ন, এবং আমি তার অংশ হতে মুখিয়ে আছি।”

নারী ফুটবলে অর্থ বিনিয়োগ ও ট্রান্সফার ফি বেড়ে যাওয়ার এটিই সর্বশেষ উদাহরণ। এর আগে জানুয়ারিতেই চেলসি ৫ লাখ ডলারে স্প্যানিশ ক্লাব লেভান্তে থেকে মায়া রামিরেজকে দলে নেয়।

এরও আগে জাম্বিয়ার স্ট্রাইকার রাচেল কুন্দানাঞ্জি ৭৮৮,০০০ ডলারে মাদ্রিদ সিএফএফ থেকে বে এফসিতে যোগ দেন, যা অল্প সময়েই গিরমার রেকর্ডে পরিণত হয়।

নাইজেরিয়ার আসিসাত ওশোয়ালাও সম্প্রতি বার্সেলোনা থেকে বে এফসিতে নাম লেখান, যিনি ২০২৩ সালে ষষ্ঠবারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব পান।

এইসব উদাহরণ প্রমাণ করে, ইংলিশ উইমেনস সুপার লিগ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেনস সকার লিগ (NWSL)-এ বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যুগ শুরু হয়েছে।

Jahan

×