
ছবি: সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা অবশেষে তাদের বিচ্ছেদ নিয়ে চলমান গুজবের বিষয়ে মুখ খুলেছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তারা জানান, তাদের বৈবাহিক সম্পর্ক কখনো বিচ্ছেদের পথে যায়নি, যদিও কিছু সময় কঠিন ছিল।
বারাক ওবামা হেসে বলেন, "সে আমাকে ফিরিয়ে এনেছে!" পাশাপাশি স্বীকার করেন যে, কিছু সময় তাদের সম্পর্ক ‘টাচ অ্যান্ড গো’ অবস্থায় ছিল। তবে মিশেল স্পষ্ট ভাষায় বলেন, “আমার জীবনে কখনোই এমন সময় আসেনি যে আমি ভেবেছি স্বামীকে ছেড়ে দেব।” তিনি জানান, জীবনে কঠিন সময় পার করেছেন, তবে তার পাশাপাশি অনেক আনন্দময় ও সাহসিকতাপূর্ণ মুহূর্তও কেটেছে।
সম্প্রতি মিশেল ওবামার বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকা—যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ও জিমি কার্টারের শেষকৃত্যে না যাওয়া—এই গুজবকে আরও উসকে দেয়। এই প্রসঙ্গে মিশেল বলেন, “আমরা একসঙ্গে কোথাও না গেলেই মানুষ ভাবে আমরা ডিভোর্স করে ফেলেছি।”
১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই কন্যা—মালিয়া ও সাশা। মিশেল মজার ছলে বলেন, “আমি খুশি যে বারাকের সঙ্গে আমার কোনো ছেলে হয়নি, না হলে সে আরেকটা ‘বারাক’ হয়ে যেতো।”
শিহাব