
শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছেন লিটন দাসরা (বাঁয়ে), কলম্বোয় টি২০ সিরিজের ট্রফি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস
রাশভারি স্বভাবের লিটন দাস এমনিতে কথা কম বলেন, সেই তিনি হাস্যোজ্জ্বল মুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন! গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি২০ সিরিজে ৩-০ তে হারিয়ে ফেরার পরও এতটা খুশি তাকে দেখা যায়নি। দল সাফল্য পেলেও সেই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। স্থায়ী দায়িত্ব পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের মতো সহযোগী দেশের কাছে সিরিজ হার, পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশÑ ছোট্ট ফরম্যাটের ক্রিকেটে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
টানা পাঁচ হারের পর ক্যান্ডিতে দ্বিতীয় টি২০তে জয়টা এসেছিল বড় স্বস্তি হয়ে। কলম্বোতে ইতিহাস! দীর্ঘ ১২ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় (২-১), তাও আবার তাদেরই মাটিতে। রাতে প্রেমাদাসায় ম্যাচ খেলে পরদিন দুপুরেই ঢাকায় টাইগাররা। একদমই ফুরসত নেই। এবার ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ। আজ ও কাল অনুশীলন। মিরপুরে প্রথম টি২০ রবিবার। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই।
‘শ্রীলঙ্কায় ওরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দুর্দান্ত। খুব ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই দলের ওপর। আমরা যদি এদেরকে সমর্থন দিই, এই দল নিয়ে ইনশা আল্লাহ অনেক দূরে যেতে পারব।’ বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থেকে বের হয়ে সংবাদ মাধ্যমকে বলছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। দলের আত্মবিশ্বাস ও মনোবলের ক্ষেত্রে এই জয় গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি আরও যোগ করেন,‘শতভাগ মোটিভেটেড এই ধরনের জয় দলের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ।
বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম, দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য এই সিরিজ জয় খুব গুরুত্বপূর্ণ।’ তবে আত্মতুষ্টিতে ভাসতে চান না নাফিস,‘আমরা একদিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। ওভাবেই কথা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। এ রকম না যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেবল আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে।’ ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। গণমাধ্যমের রোশানলে পড়েছেন, সামাজিক মাধ্যমে হয়েছেন ট্রলের শিকার। ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা সেই লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
জানুয়ারিতে বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলেই জায়গা হয়নি। গত মে মাসে আনুষ্ঠাকিভাবে টি২০ দলের অধিনায়কের দায়িত্ব পেলেও দুঃসময় তাঁর পিছু ছাড়েনি। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানÑদুই দলের কাছেই লিটনের নেতৃত্বে বাংলাদেশ হেরেছে টি২০ সিরিজ।
ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরে প্রথম ম্যাচে ডাক মারার পর বাকি দুই ম্যাচের একাদশ থেকেই বাদ পড়েন। প্রথম টি২০তে করেন ১১ বলে ৬ রান। যেন ধনুকভাঙা পণ করলেন, যে করেই হোক সমালোচনার জবাব দিতে হবে। ৫০ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংসের সঙ্গে উইকেটের পেছনে ২ ক্যাচ ও ২ স্টাম্পিংয়ে দ্বিতীয় টি২০তে স্বস্তির জয়ে ম্যাচ সেরা লিটন। ৩৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইক রেটে ১১৪ রান করে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার,‘তার (লিটন) জন্য এটা সহজ ছিল না। সে যেভাবে সিরিজে এসেছিল, ফর্মটা খুব বাজে যাচ্ছিল তাঁর।
যেহেতু বাংলাদেশের ভক্ত-সমর্থকরা বেশি আবেগী, আমাদের বাজে সময় গেলে সামাজিক মাধ্যমে বিদ্রƒপ করা বেশি।’ বলছিলেন নাফিস। অনির্ধারিত ফাইনাল হয়ে ওঠা শেষ টি২০তে জয়ের নায়ক শেখ মেহেদি হাসান। মিরাজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া অফস্পিনার ক্যারিয়ার সেরা (৪-১-১১-৪) বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে ঐতিহাসিক সিরিজের ট্রফি হাতে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তাওহিদ হৃদয় লিখেছেন, ‘কে বলেছে আমরা পারি না। আমরা পারি।
আবারও করে দেখাব ইনশা আল্লাহ।’ প্রেমাদাসায় বাংলাদেশের আয়েশি জয় এসেছে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে। ৪৭ বলে ১ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বাজে বল পেয়ে সেগুলো যখন একের পর এক ছক্কায় পরিণত করেন তামিম, প্রেমাদাসার গ্যালারিও ধীরে ধীরে স্তব্ধ হতে থাকে। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দলের জয়ে অবদান রেখেছি।
উদ্যাপনই বলে দিচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি২০ সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। তাসকিন আহমেদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিটন-শামীম পাটোয়ারীদের ট্রফি হাতে উদ্যাপনের ছবি পোস্ট করেছেন। তাসকিন লিখেছেন,‘আলহামদুলিল্লাহ।’
২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি২০Ñসব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে ৮ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। লঙ্কানরা জিতেছে ৪টি। ড্র হয়েছে গলে সিরিজের প্রথম টেস্ট। এক মাসের এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারে কম নয়। নাজমুল হোসেন শান্তর রেকর্ড জোড়া সেঞ্চুরি, লিটনের ফর্মে ফেরা, মেহেদি রাঙা বোলিংসহ কত কিছুই তো রয়েছে। টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ আমাদের জন্য প্লাস পয়েন্ট। এতে আত্মবিশ্বাসও বাড়াবে। শুধু ভালো ক্রিকেট খেললেই তো হচ্ছে না। স্মার্ট ক্রিকেটটা খেলতে পারলে অনেক কিছুই সম্ভব।’