
ছবি: সংগৃহীত
লোহিত সাগরের উপকূলে ১৭০ কিলোমিটার দীর্ঘ আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা ছিল সৌদি আরবের। এই প্রকল্পের লক্ষ্য ছিল জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনীতির পথ উন্মোচন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এর এটিই ছিল মূল আকর্ষণ।
প্রকল্পের নাম ‘নিয়ম’ (NEOM), যার অংশ ‘দ্য লাইন’ শহর—একটি সম্পূর্ণ স্মার্ট ও শূন্য কার্বন নিঃসরণভিত্তিক নগরী। সেখানে থাকার কথা ছিল বিলাসবহুল হোটেল, স্কি রিসোর্ট এবং সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো।
তবে সম্প্রতি এই মেগা প্রকল্প নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা ও অনিশ্চয়তা।
আকারে ব্যাপক কাটছাঁট
আর্থিক সংকটের কারণে ২০২৪ সালে সৌদি সরকার ব্যয় হ্রাসের ঘোষণা দেয় এবং ‘দ্য লাইন’ শহরকে ছোট করার সিদ্ধান্ত নেয়।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী শহরটির বিস্তৃতি হওয়ার কথা ছিল ১৭০ কিলোমিটার।
এখন তা নামিয়ে আনা হচ্ছে মাত্র ২.৪ কিলোমিটার-এ।
যেখানে থাকার কথা ছিল ১৫ লাখ মানুষ, সেখানে এখন মাত্র ৩ লাখ মানুষের ঠাঁই হবে।
অর্থনৈতিক ক্ষতি
পুরো প্রকল্প বাস্তবায়িত হলে:
সৃষ্টি হতো প্রায় ৩ লাখ ৮০ হাজার কর্মসংস্থান
সৌদি অর্থনীতিতে যোগ হতো ৪,৮০০ কোটি মার্কিন ডলার
কিন্তু এখন সে সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত।
তেলের দাম ও যুদ্ধের প্রভাব
ব্লুমবার্গ জানায়, বিশ্বের তেলের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে:
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম নেমে এসেছে ৭০ ডলারের নিচে
এর ফলে সৌদি বাজেটে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবেই ‘দ্য লাইন’ শহর প্রকল্পে কাটছাঁট করা হচ্ছে।
শেখ ফরিদ