ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে স্মরণসভা ও আলোচনা সভায় আয়োজকরা

জুলাই-আগষ্ট শহীদদের সাথে বেইমানি যেন না হয়

আল-আমিন হোসেন, রাজশাহী

প্রকাশিত: ২০:৩৩, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৫, ১৭ জুলাই ২০২৫

জুলাই-আগষ্ট শহীদদের সাথে বেইমানি যেন না হয়

ছবিঃ সংগৃহীত

জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে স্মরণসভাটি সিটি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণসভায় রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ আগস্ট রাজশাহীতে প্রথম শহীদ, নতুন বাংলাদেশের সূর্যসন্তান শহীদ সাকিব আনজুমের ভাই রাকিব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, সুইট ইসলাম, সিটি কলেজ ছাত্রদল নেত্রী সামিয়া ইসলাম স্নেহা, রিয়া, শ্রাবনী, সোহানা, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌকির জামিল অর্ক, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সাদকাতুর রহমান জিদান, আবু হুরায়রা মাহী, মুগ্ধ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, আল মোসাদ্দেক রঙ্গন, ইয়াসিন আলী অন্ত, মারুফ রহমান, শাহরিয়ার রিফাত, সৈকত তানজিম, আরিয়ান আনাস, ওমর ফারুক, সাদিক, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আরাফ নূর, মহিন মোহতাদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, "আবু সাইদ, সাকিব আনজুম, ওয়াসিম, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ। জুলাই-আগষ্ট শহীদদের সাথে যেন কোনো বেইমানি না হয়।"
জুলাই ২০২৪-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজশাহীতে প্রথম শহীদ জুলাই ’২৪ এর বীর যোদ্ধা, নতুন বাংলাদেশের সূর্যসন্তান শহীদ সাকিব আনজুমের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত ক্রেস্টটি শহীদ সাকিব আনজুমের ভাই রাকিব, তার ভাইকে স্মরণ করার উদ্দেশ্যে রাজশাহী সরকারি সিটি কলেজ প্রশাসনের কাছে সংরক্ষণের জন্য কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন।

তিনি বলেন, “নতুন প্রজন্ম জানবে—সাকিব আনজুম কে ছিলেন? কারা তাকে হত্যা করেছে? সবাই জানবে—এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

 
 

মারিয়া

×