
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে এনসিপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু। উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্যা, অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, ছাত্র সংসদ প্রতিনিধি এ এইচ রিফাতসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে সকালে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, এবং সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আসিফ