
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গোপালগঞ্জে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে তা দেখে বুঝতে হবে এই ফ্যাসিষ্টরা সুযোগ পেলে ঢাল নিয়ে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। গতকালকে আমরা তার বিভৎস্য চিত্র দেখেছি। গোপালগঞ্জের ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরে যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে যুবদল এ কর্মসূচির আয়োজন করে।
এসময় তিনি আরো বলেন, আমরা দীঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি অবশেষে ৫ই আগষ্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিতে সক্ষম হয়েছি। ৫ই আগষ্টের পর নতুন বাংলাদেশ গড়ার জন্য সকল রাজনৈতিক দল এবং আমরা বিএনপি মাঠে ময়দানে এক এবং ঐক্যবদ্ধ রয়েছি ইনশাল্লাহ ।
তবে অত্যন্ত দুঃখের বিষয় ৫ তারিখের পর কিছু কিছু রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের কষ্ট হয়। তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়েছে তা আমরা আশা করিনা। আমরা যেভাবে ফ্যাসিষ্টের বিরুদ্ধে এক্যবদ্ধ ছিলাম সেভাবে থাকতে হবে।
যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইঁয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক সাহাব উদ্দিন সাবু, সদস্য সচিব এডভোকেট হাসিবুর রহমান সহ বিপুল সংখ্যক নেতা।
রাজু