
ছবি: জনকণ্ঠ
বরগুনার তালতলীতে মায়ের কথায় অভিমান করে সজিব ভুইয়া (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। সজিব ভুইয়া ওই গ্রামের মৃত সৈয়দ আলী ভুইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সজিব ভুইয়ার জন্মের পরই তাঁর বাবা মারা যান। এরপর থেকেই তিনি মায়ের সঙ্গেই ছিলেন। তবে সংসারে অভাব-অনটন লেগেই ছিল। তাঁর মা ছোটবগী বাজারে ঝাড়ু দিয়ে দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার চালান। এর মধ্যেই তিনি ছেলেকে কাজ করে কিছু আয় করার জন্য বললে সজিব রাগ করেন। মায়ের এমন কথায় অভিমান করে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে গ্যাস ট্যাবলেট খান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, “একজন মায়ের কঠোর পরিশ্রম, দারিদ্র্যের ভয়াবহতা আর ছেলের মানসিক চাপ—সব মিলিয়ে এটি এক হৃদয়বিদারক ঘটনা। আমাদের সমাজে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।”
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
Mily