ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

লাইভে ক্ষমা চাওয়ার দুদিন পর মারা গেলেন সিংগাইর উপজেলা আ. লীগের সম্পাদক ভিপি শহিদ

মাসুম বাদশাহ, সিংগাইর, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:০৮, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৯, ১৭ জুলাই ২০২৫

লাইভে ক্ষমা চাওয়ার দুদিন পর মারা গেলেন সিংগাইর উপজেলা আ. লীগের সম্পাদক ভিপি শহিদ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সকলের কাছে ক্ষমা ও দোয়া চাওয়ার মাত্র দুইদিন পর না ফেরার দেশে পাড়ি জমালেন সদ্য কারামুক্ত সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান শহিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন শহিদ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি গ্রেফতার হন এবং দীর্ঘ কারাবাস শেষে মাত্র দুই সপ্তাহ আগে জামিনে মুক্তি পান।

মৃত্যুর দুইদিন আগে, ১৪ জুলাই রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ৫ আগস্টের ঘটনার প্রেক্ষাপট, বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে আবেগঘন বক্তব্য দেন শহিদ। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “সময় বেশি নেই” এবং সকল রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে দোয়া কামনা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন।

বেলা আড়াইটায় আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সকল দলমতের রাজনৈতিক নেতা, সহকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি স্ত্রী, তিন ছেলে, মা-বাবা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আসিফ

×