ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর বদলি হলেন সেই অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

প্রকাশিত: ২০:২৮, ১৭ জুলাই ২০২৫

জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর বদলি হলেন সেই অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা

নরসিংদীতে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির ও দুর্ব্যবহার করেন সমাজসেবা কর্মকর্তা এই শিরোনামে গত ২৭ মে দৈনিক জনকণ্ঠের অনলাইনে প্রকাশ হয়, তদন্তে মিলে সত্যতা, অবশেষে নিজ কর্মস্থল থেকে বদলি করা হয়েছে অভিযুক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে।

গত ১৫ জুলাই সমাজ সেবা অধিদপ্তরের উপসচিব পরিচালক  (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, নরসিংদী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। 

তিনি জানান, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে বদলি করে প্রবেশন কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। একই সাথে তার জায়গায় নরসিংদী প্রবেশন অফিসার মো মাসুম ভূইয়াকে দেওয়া হয়েছে।

উল্লেখ যে, পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় কার্যালয়ে আসা সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ, সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠে। 

 এ বিষয়ে একাধিক ভুক্তভোগী সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে অধিদপ্তরের আদেশে জেলা সমাজসেবা অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে দৈনিক জনকণ্ঠসহ দেশের একাধিক জাতীয়  প্রিন্ট ও ইলেকট্রিক জাতীয় ফলাও করে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ রিজা আক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তদন্তে সত্যতা উঠে আসলে তাকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার পদ থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়। 

Mily

×