ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

গোপালগঞ্জে ঢুকলে বাইর হতে পারবো না, এই মিথ চুরমার হয়ে গেছে

প্রকাশিত: ২০:২৫, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৫, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে ঢুকলে বাইর হতে পারবো না, এই মিথ চুরমার হয়ে গেছে

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

আজ বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। এনসিপি মাইরপিট করতে যায় নাই। সভা করতে গেছে। এনসিপির হাতে অস্ত্র ছিল না, ওদের হাতে ছিলো।”

তিনি আরও লিখেছেন, “পুলিশ আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে। কোনো প্রাণ ঝড়ে নাই। এইটাই বিজয়। হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই।”

পিনাকী ভট্টাচার্যের ভাষায়, “গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলোই ছোট ছোট বিজয়।”

তিনি বলেন, “গোপালগঞ্জের জনগণ নামে নাই। নামছিলো বাকশালি গুণ্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন।”

ফারুক

×